বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হবে আগামী ১৩/০৯/২০২২ থেকে ০৪/১০/২০২২ খ্রিঃ পর্যন্ত ৷
### নতুন ভোটার হইতে যা যা লাগবেঃ
* জন্ম তারিখ ০১-০১- ২০০৭ সাল
* অনলাইন জন্ম নিবন্ধনের ফটোকপি।
* পিতা ও মাতার আইডি (NID) ফটোকপি।
* স্বামী/স্ত্রীর আইডি ফটোকপি।
* শিক্ষা সনদের ফটোকপি।
* রক্তের গ্রুপ পরিক্ষার সার্টিফিকেট।
* হোল্ডিং টেক্স রিসিটের ফটোকপি।
* ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক নাগরিক সনদপত্র।
বিঃদ্রঃ যাদের জন্ম সনদ অনলাইনে নেই, তারা দ্রুত জন্ম সনদ অনলাইন করে নিবেন। যাদের জন্ম সনদ অনলাইন আছে কিন্তু সার্টিফিকেটের সাথে মিল নেই ভুল আছে তারা অতি দ্রুত সংশোধনের করে নিবেন ৷ উপরোক্ত অন্যান্য কাগজপত্র সংগ্রহ করে রাখার জন্য অনুরোধ করা গেল।